Thursday, August 28, 2025
HomeScrollপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বললেন গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কথা বললেন গুজরাটের মুখ্যমন্ত্রীর সঙ্গে

ওয়েব ডেস্ক: পেহেলগাম (Pahalgam) হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানকে (Pakistan) কড়া জবাব ভারতের। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ টি জঙ্গি ঘাঁটিতে ভারতীয় সেনা, বায়ু সেনা এবং নৌ সেনা হামলা চালায়। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুলি। আর এই ‘ প্রিসিশন আট্যাকের ‘ নাম দেওয়া হয় ‘ মিশন সিঁদুর ‘ (Mission Sindoor)। এরপরেই যে পাকিস্তান পাল্টা হানা করবে ভারতকে, তা আগে ভাগেই বোঝো যাচ্ছিল। আর সেই মতোই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার রাতে পাকিস্তান ভারতের সীমান্তবর্তী বেশ কিছু জায়গায়, জম্মু কাশ্মীর থেকে শুরু করে পাঞ্জাব, লুধিয়ানায় পাক বাহিনী চালালো হামলা। যদিও তা সম্পূর্ণরূপে প্রত্যাঘাত করতে সক্ষম হয় ভারত। গুঁড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের ৫০ টিরও বেশি ড্রোন। এমনকি আইএনএস ভিক্রান্ত ধ্বংস করে দেয় পাকিস্তানের করাচি বন্দর।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ২০২৫!

আর এই আবহে শুক্রবার সকাল থেকে যখন কেন্দ্রের পক্ষ থেকে একের পর এক বৈঠক চলছে, সেই আবহেই এবার গুজরাটের মুখ্যমন্ত্রীকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী। সেখানকার বর্তমান পরিস্থিতি কি সেই খোঁজখবর নিতেই এই ফোন। পাশাপাশি, বানসকান্থা, পাটনা, কুচ, এবং জামনগরের বর্তমান অবস্থা জানতেই প্রধানমন্ত্রীর ফোন।

দেখুন অন্য খবর

 

Read More

Latest News